শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

রংপুরে সংবর্ধনা পেলেন করোনা যোদ্ধা নার্সরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪১৫ Time View

👩সিনিয়র রিপোর্টার: মীম আকন্দ

চারিদিকে তখন নিস্তব্ধতা , রাস্তায় শুধু জরুরি সেবার গাড়ির সাইরেন বাজিয়ে ছুটে চলা, কোলাহল মুখরিত শহরে জনশুন্য নীরবতা, বাহিরে ঠিক এমন যখন অবস্থা তখন হাসপাতালে ভয়াল মহামারী করোনায় আক্রান্ত মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ ছিল কিছু অসীম সাহসী মানুষ। পরিবার পরিজন ছেড়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে জাতির ক্রান্তিলগ্নে মানবতার সেবায় নিযুক্ত ছিলেন আমাদের ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী্রা। অথচ বার বার তাঁদেরই মাথায় গেঁথে দেওয়া হচ্ছিল অপমান, লাঞ্ছনা আর নিগ্রহের কাঁটা। করোনায় দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্যকর্মীদের ভাড়া বাড়িতে অবস্থান করতে না দেয়ার ঘটনাও ঘটেছে অগণিত। তবুও এই মানুষগুলো নিজের যন্ত্রণা ভুলে পরম মমতায় চিকিৎসা সেবায় নিয়োজত ছিল অবিরত। স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) , রমেকহা শাখা এবং নার্সিং প্রশাসন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আজ এক বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় করোনায় প্রত্যক্ষ সেবাদানকারী সেই সকল নার্সিং কর্মকর্তাদেরকে সংবর্ধনা দিয়েছে।

রংপুর নার্সিং কলেজের অডিটরিয়ামে সেবা তত্ত্বাবধায়ক মোসলেমা খাতুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু । বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, রচিমহার পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ আবদুল মোকাদ্দেম, রংপুর বিভাগীয় সহকারি পরিচালক (নার্সিং) এ এফ এম মুস্তাফিজুর রহমান, রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ রিজিয়া খাতুন, জেলা পাবলিক হেলথ নার্স মোছাঃ সাজেদা খাতুন, ডেপুটি নার্সিং সুপার রওশন আরা বেগম, রংপুর নার্সিং কলেজের সকল শিক্ষক এবং কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ), রমেকহা’র সভাপতি মোঃ ফোরকান আলী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মানিক, নার্সিং এসোসিয়েশন এর আহবায়ক আশরাফুল ইসলাম শামীম, নার্সিং সুপারভাইজার আতাউর রহমান মন্ডলসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রংপুর নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর মোঃ আহসানুল হাবিব ও আমিনা খাতুন।

অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুরে প্রত্যক্ষভাবে রোগীর সেবায় নিয়োজিত নার্সিং কর্মকর্তা – ফোরকান আলী ( সভাপতি, স্বানাপ-রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল), মোঃ আনোয়ারুল ইসলাম (নার্সিং সুপারভাইজার -ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল ,রংপুর), মিজানুর রহমান কামাল ( সাধারণ সম্পাদক ,স্বানাপ -রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল), সাবিনা ইয়াসমিন (ইনচার্জ, ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর), লাবনী আক্তার (ইনচার্জ, ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর), পাপড়ী সরকার, রেজওয়ানুল হক, শিউলি রানী রায়, মনিরুজ্জামান মনির,প্রীতি রানী রায়, রেখা মনি, আলেমা আক্তার, কুমারী জয়া রানী, মোছা:আইরিন আক্তার, শিউলি বেগম, শাহ জালাল, রোকনুজ্জামান রোকন, শরিফুল ইসলাম, সুমি আক্তার, নাজমা আক্তার, জেসমিন আক্তার, সোমলা আক্তার, আরিফি লিলি, মাসুমা খাতুন, ফারুক হোসেন রুবেল, জোনাব আলী, মুসলিমা খাতুন, ফাতেমা জান্নাতী, রুমানা আক্তার সালমা, নাসরিন আক্তার, সুজা টপ্য, ফাহিমা আক্তার, সাফিয়া খাতুন, তাহমিনা আক্তার, চিত্রা রানী রায়, আক্তারুজ্জামান কাফি, তাপসী রানী রায়, নাসিমা আক্তার, কাজলি বেগম, শারমিন খাতুন, নুর ইসলাম, মুরাবিয়া আক্তার মিথী, মাহমুদা খাতুন, সুরজিৎ বর্মন, রিনা বেগম, মনুয়ারা বেগম, পলাশ চন্দ্র বর্মন, বনি আমিন, নুর নাহার, সোহেল রানা, মোছা: আকলিমা, আয়েশা সিদ্দিকা, ইনসানা বেগম, মোছাঃ নার্গিস বেগম , সুমি শেখ, শারমিন সুলতানা, ফরহাদ হোসেন, আয়েশা সিদ্দিকা, ইমরান হোসেন, ইসরাত আরা, মোছা:শারমিন আক্তার, রনজিনা খাতুন, হাসিনা বেগম, রুবিনা আক্তার, সাবিনা আক্তার রুমা , রোকনুজ্জামান, মোকলেছুর রহমান, সারজিনা আক্তার, পপলি রানী দাস, আয়েশা খাতুন, শারমিন আক্তার সুমি, রুবেল ইসলাম, রেজওয়ান আলী, মোঃ আবির হোসেন, বেলী রানী রায়, হালিমা খাতুন, আফসানা খাতুন, লিতুনজেরা, নাজমা খাতুন, আর জাহান খাতুন, শরিফা খাতুন, শেফালী বেগম, হ্যাপি আক্তার, জান্নাতুন ফেরদৌস, শারমিন আক্তার, এলিনা নাজনীন, শিউলি বেগম, জান্নাত আরা, বেবী নাজনীন, শাহনাজ পারভিন, রাহিমা খাতুন , মিনারা খাতুন, মহসিনা পারভীন, রেখা খাতুন, বকুল মিয়া, বিপ্লব কুমার রায়, নুর আলম, ইতি রানী, মোঃ বোরহান উদ্দিন, মোছাঃ হোসনে আরা বেগম (ইনচার্জ ৪র্থ তলা কেবিন), মেছাঃ রীনা আরা চৌধুরী, নাছিমা খানম, মোছাঃ সুফিয়া খাতুন সহ শতাধিক নার্সিং কর্মকর্তাকে।

নার্সিং কর্মকর্তা ছাড়াও অন্যানদের মধ্যে মোঃ আরিফুজ্জামান আরমান( কম্পিউটার অপারেটর কাম অফিস এসিসটেন্ট), মোঃ মোফাকখারুল ইসলাম ( রেডিওগ্রাফার), এস এম ইয়াহিয়া (রেডিওগ্রাফার), নাহিদ হাসান (ল্যাব টেকনোলজিস্ট), আবু সাঈদ খান বাবু (ইনচার্জ অক্সিজেন সাপ্লাই বিভাগ রচিমহা), মোঃ কামরুজ্জামান (ইনচার্জ ইলেকট্রিশিয়ান বিভাগ রচিমহা) প্রমুখকে সংবর্ধনা দেয়া হয়েছে।অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

©bdhealthexpress.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102