শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

নার্সদের জাতীয় ইউনিফর্ম পরিধানে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কড়াকড়ি নির্দেশনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২৮৯৯ Time View
চিকিৎসকদের চোখে নার্সিং পেশা

নার্সদের জাতীয় ইউনিফর্ম পরিধানে  কড়া নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

 

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ নভেম্বর ২০২০ তারিখের (নার্সিং সেবা শাখা-১) সিনিয়র সহকারী সচিব এসএম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দায়িত্বরত অবস্থায়/অফিস সময়ে নার্সকে আবশ্যিকভাবে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০১৬ সালের নভেম্বর মাসের স্মারকে জারিকৃত নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে মর্মে একটি নির্দেশনা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয় যে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন দেশের সব হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউটে কর্মরত সহকারী নার্স, মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারভাইজার, উপ-তত্ত্বাবধায়ক, সেবা তত্ত্বাবধায়ক, জেলা পাবলিক হেলথ নার্স, অধ্যক্ষ/লেকচারার (নার্সিং কলেজ) অধ্যক্ষ/ইন্সট্রাক্টর (নার্সিং ইনস্টিটিউট) অনেকেই অনুমোদিত ইউনিফর্ম দায়িত্বরত অবস্থায় অফিস সময়ে পরিধান করছেন না। বিষয়টি কোনোভাবেই কাম্য নয়।

চিঠিতে দায়িত্বরত অবস্থায়/অফিস চলাকালে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে তা নিশ্চিত করার জন্য মহাপরিচালককে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102