বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং কোর্স এর সুযোগ দিচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন & রিসার্চ ইন্সটিটিউট

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭৪০ Time View

👤স্টাফ রিপোর্টার -জাহিদ হাসান,ঢাকা
🕛০২ সেপ্টেম্বর ২০২০

এক বছর মেয়াদী ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং কোর্স করার সুযোগ পাচ্ছেন নার্সরা। বাংলাদেশ সরকার অনুমোদিত কোর্সটি পরিচালনা করছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন & রিসার্চ ইন্সটিটিউট। উক্ত কোর্স এ ভর্তি ইচ্ছুকদের থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। বিস্তারিত নিম্নে দেওয়া হলোঃ

কোর্সের নামঃডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং।

মেয়াদঃএক বছর

ভর্তির যোগ্যতাঃনার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স & মিডওয়াইফারি পাশ হতে হবে এবং ২বছরের ব্যবহারিক অভিজ্ঞতা

বয়সঃঅনুর্দ্ধ ৩৫ বছর

প্রশিক্ষণ ভাতাঃবেসরকারী নার্সদের দশ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখঃ ২১-০৯-২০২০

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন & রিসার্চ ইন্সটিটিউট এর ওয়েবসাইট এ সরাসরি আবেদন কর‍তে হবে।লিংক- www.nhf.org.bd/dcn-2020. দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা সনদ সত্যায়িত, পাসপোর্ট সাইজের সদ্যতোলা ২ কপি ছবি,চারিত্রিক সনদপত্র, জীবনবৃত্তান্ত, সরকারী চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ এর মাধ্যমে আবেদন করতে হবে।

পরীক্ষার তারিখঃ ২৩-০৯-২০২০ রোজ বুধবার ১০ ঘটিকায় অনলাইন এ নেয়া হবে। ঐ দিন বিকেল ৫ টায় লিখিত পরীক্ষার ফলাফল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন & রিসার্চ ইন্সটিটিউট এর ওয়েবসাইট এ প্রদর্শন করা হবে।মৌখিক পরীক্ষার ২৪.০৯.২০২০ স্থান- অত্র ইন্সটিটিউট এর ১১ তলায়। মৌখিক পরীক্ষা ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে (উত্তীর্ণ প্রার্থীদের)

কোর্স সমাপ্তির পর অত্র প্রতিষ্ঠান এর প্রয়োজন এ শূণ্য পদে বেসরকারি প্রার্থীদের চাকরী করা বাধ্যতামূলক।
উল্লেখ্য যে এই কোর্স করতে কোনো রকম কোর্স ফি নেওয়া হবে না।

http://www.nhf.org.bd

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102