স্টাফ রিপর্টারঃসাদিয়া সুলতানা সকাল
⌚ ২০ সেপ্টেম্বর ২০২০
অনিশ্চয়তার মেঘ কেটে গেলে ২৭ সেপ্টেম্বর লঙ্কা যাত্রা। এসএলসির মৌখিক পরিকল্পনা ঠিক থাকলে ক্রিকেটারদের কোয়ারেন্টিনের প্রথমভাগ বাংলাদেশে। তারই অংশ হিসেবে ঠিক সাতদিন আগে রোববার সোনারগাঁও হোটেলে, বিসিবির ব্যবস্থাপনায় বায়োসিকিউরিটি বাবলে ঢুকছেন তামিম, মুশফিকরা।
শুক্রবার ১৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা করে বিসিবি। যাদের সবার রিপোর্ট এসেছে নেগেটিভ। ঢাকার বাইরে থাকা ৯ ক্রিকেটারের কোভিড পরীক্ষা হয় শনিবার। কেউ আক্রান্ত না থাকলে সবাই ঢুকে যাবেন নিরেট স্বাস্থ্য বলয়ে। তবে অনিশ্চয়তা আছে করোনা আক্রান্ত সাইফ হাসানের।
ক্রিকেটার কোচ, সাপোর্ট স্টাফ সব মিলে ৩৮ জনের বহর উঠছে হোটেলে। আইসিসির গাইডলাইন মেনে টিম বাংলাদেশের বায়ো সেফটি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
সোনারগাঁও হোটেলে তামিম মুশফিকরা থাকবেন সবার সংস্পর্শের বাইরে আলাদা ফ্লোরে। ক্রিকেটারদের দেখভালের দায়িত্বে থাকা ৩৫ জন হোটেলকর্মীরও করোনা পরীক্ষা করা হয়েছে শুক্রবার।
টিম বাস ও মিরপুরে অনুশীলনে ক্রিকেটারদের আশেপাশে থাকবে সীমিত মানুষের উপস্থিতি। তারাও এসেছেন বিসিবির করোনা পরীক্ষার আওতায়।
রোববার দুপুর থেকে প্রথমবারের মত দলগত অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।