স্টাফ রিপোর্টার: জেবিন লামিয়া, নড়াইল, 🕐১৯ সেপ্টেম্বর ২০২০
⛔ছোট থেকে বড় চায়ের দোকানের কোন অভাব নেই। অলিগলি থেকে শুরু করে বড় সড়ক, মহাসড়ক, ভিআইপি রোড সব জায়গাতেই পাবেন চায়ের দোকান। এ থেকেই বোঝা যায় চায়ের প্রতি দেশের মানুষের কত আসক্তি।
🔶অনেকেই জানেন লিকার চা পান করা স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু এই লিকার চা ত্বক ও চুলে লাগালেও ভাল উপকার পাওয়া যায় তা কি জানেন?
চায়ে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বস্তু যা ত্বক স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সাহায্য করে। গ্রিন এবং লিকার চায়ে ক্যাফাইন থাকে যা ক্যাটেচিন এবং পলিফেনল সমৃদ্ধ। চা দারুণ টোনারের কাজ করে। আপনি যদি যে কোন সময় চা পান করতে ভালবাসেন তবে নিজের বিউটি রুটিনেও একে যোগ করে ফেলতে পারবেন।
🌺এবার দেখে নেই ত্বক এবং চুলের জন্য চায়ের উপকারিতা :
চোখের ফলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করে
চায়ে উপস্থিত ক্যাফাইন ত্বকের নিচে রক্তজালককে সংকুচিত করে এবং ডার্ক সার্কেল দূর করে। চায়ে উপস্থিত ট্যানিন ফোলা ভাব দূর করে। এর জন্য টি-ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে পাঁচ-দশ মিনিট ধরে রাখতে হবে। এই পদ্ধতি রোজ অবলম্বন করলে চোখের ফলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করা সম্ভব।
🌺রোদে পোড়া ত্বকের কালো ভাব দূর করে
চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড ত্বকের কালো ভাব দূর করে। এর জন্য একটা পাত্রে কিছুটা চা পানিতে ফোটাতে হবে। তারপর ঠাণ্ডা হলে একটা তোয়ালে চুবিয়ে আধঘন্টা প্রয়োজনীয় স্থানে ধরে রাখতে হবে। মুখের ত্বকে জ্বালা ভাব কমাতে সরাসরি টি-ব্যাগ ব্যবহারও করতে পারেন।
🌺টোনারের কাজ করে ।
আপনার সাধারণ টোনার শেষ হয়ে গেলে আপনি লিকার চা টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। মুখে একটা টি-ব্যাগ লাগিয়ে কিছুক্ষণ পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন
টি-ব্যাগ ফেলে না দিয়ে সেগুলো স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্যবহার করা টি-ব্যাগ শুকিয়ে স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন। মুখ মুছে মইশ্চারাইজার মাখুন। চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মুখকে উজ্জ্বল, নরম ও মসৃণ করবে।
🌺তৈলাক্ত ভাব দূর করে
জ্যাসমিন চায়ে প্রচুর গুরুত্বপূর্ণ তেল থাকে যা ত্বকের জন্য উপকারী। কিছুটা জ্যাসমিন চা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তৈলাক্ত ত্বকে লাগান। এটি পিম্পলের জন্য দায়ী ব্যাক্টেরিয়া দূর করে এবং ত্বকের pH লেভেলে ভারসাম্য রক্ষা করে।
🌺ত্বক মসৃণ করে
ত্বক মসৃণ করতে চামোমাইল চা উপকারী। ত্বকের র্যাশ, শুষ্কতা, খসখসে ভাব, দাগ দূর করে। নিয়মিত মুখে টি-ব্যাগ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
🌺মুখ পরিষ্কার করে
চায়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা ত্বক পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি প্রদান করে। কিছুটা চা পাতা নিয়ে ফোটান। তারপর বেটে ঘন মিশ্রণ তৈরি করুন। তারপর ঠাণ্ডা করে মাস্ক হিসাবে মুখে লাগান আর পার্থক্য দেখুন!
🌺ঠোঁট ফাটা দূর করে
গ্রিন টি ঠোঁট ফাটা দূর করে। একটা গ্রিন টি ব্যাগ নিয়ে উষ্ণ গরম পানিতে ডুবিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। এর ফলে আপনার ঠোঁটের শুষ্কভাব দূর হবে এবং ঠোঁট আর্দ্রতা ফিরে পাবে।
🌺চুল স্বাস্থ্যকর করে ।
লিকার চা দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া রোধ করতে চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেটা চুলে, মাথার তালুতে স্প্রে করুন। চুল মজবুত এবং সুন্দর হবেই!
🌺হেয়ার কালারের কাজ করে
চুলে কালো রঙ করতে হলে কিছুটা কালো চা হেনার সঙ্গে মিশিয়ে মাখুন আর তফাতটা লক্ষ্য করুন। পাকা চুলের জন্য সাময়িক হেয়ার কালারের কাজ করে কালো চা।