স্টাফ রিপোর্টার:এ.কে.সরকার,
বিডিনার্সিং২৪
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ স্বীকৃতিতে ভূষিত হয়েছেন নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ ড. গোল বদন। গত ২৩ই শে জানুয়ারী ২০২১, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা মিলনায়তন এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। ড. গোল বদন অসুস্থ থাকায় তার পক্ষে তার ভাই সহিদুল ইসলাম শাহিন পুরষ্কারটি গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর চেয়ারম্যান এডভোকেট মোঃ মনির হোসেন এবং মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী ও অন্যান্য বরেন্য ব্যাক্তিবর্গ।
শিক্ষা ক্ষেএে বিশেষ অবদানের জন্য মহাদয় কে গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই সনদপএ প্রদান করা হয়েছে। এর আগে ২০১৯ সালে মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড- ২০১৯ অর্জন করেন।
তার এই সম্মাননায় অভিনন্দন জানিয়েছে সর্বস্তরের নার্সবৃন্দ। তারা এই অর্জনকে নার্স সমাজের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।