বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিস্টার ৭৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬২০ Time View

👤স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান,ঢাকা🕛৩০.০৮.২০২০ঃ- 

সাকিব আল হাসান (জন্ম: ২৪ মার্চ ১৯৮৭) একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তিনি ২৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়।[৭] ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন।
বিডিনার্সিং২৪.কম এর বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব নিয়ে নিয়মিত প্রতিবেদনের ২য় প্রতিবেদনে আজ থাকছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার এর বিস্তারিত

👤ব্যক্তিগত তথ্যঃ-

👉পূর্ণ নামঃসাকিব আল হাসান।

👉জন্মঃ২৪ মার্চ ১৯৮৭ (বয়স ৩৪)।

👉জন্মস্থানঃমাগুরা, খুলনা, বাংলাদেশ।

👉ডাকনামঃসাকিব, ফয়সাল [১], ময়না[২]

👉উচ্চতাঃ৫ ফুট ০৯ ইঞ্চি (১.৭৫ মিটার)।
👉ব্যাটিংয়ের ধরনঃবামহাতি

👉বোলিংয়ের ধরনঃস্লো বামহাতি অর্থোডক্স

👉ভূমিকাঃঅলরাউন্ডার

🗣আন্তর্জাতিক তথ্যঃ-

জাতীয় পার্শ্ব
👉বাংলাদেশ
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৬)
১৮ মে ২০০৭ বনাম ভারত
শেষ টেস্ট
২০ ডিসেম্বর ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ

👉ওডিআই অভিষেক
(ক্যাপ ৮১)
৬ আগস্ট ২০০৬ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই
২৪ জুন ২০১৯ বনাম আফগানিস্তান
ওডিআই শার্ট নং
৭৫।

👉টি২০আই অভিষেক
(ক্যাপ ১১)
২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই
২২ ডিসেম্বর ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ

🗣ঘরোয়া দলের তথ্য

বছর দল
👇 👇
👉২০০৪- বর্তমান খুলনা বিভাগ

২০১০–২০১১ওরচেস্টারশায়ার

👉২০১১–২০১৭ কলকাতা নাইট রাইডার্স

👉২০১২–২০১৩
খুলনা রয়েল বেঙ্গলস

👉২০১৩, ২০১৬–বর্তমান
ঢাকা ডায়নামাইটস[৩]

👉২০১৩
লিচেস্টারশায়ার[৪]

👉২০১৩
বার্বাডোজ ট্রাইডেন্টস[৫]

👉২০১৪-বর্তমান
অ্যাডিলেড স্ট্রাইকার্স[৬]

👉২০১৫
মেলবোর্ন রেনেগেডস

👉২০১৫
রংপুর রাইডার্স

👉২০১৬
করাচি কিংস

👉২০১৭-
পেশোয়ার জালমি

👉২০১৮-
সানরাইজার্স হায়দ্রাবাদ

👉👉খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যানঃ
প্রতিযোগিতা- টেস্ট, ওডিইআই ,টি২০, আইএফসি-
👉👉ম্যাচ সংখ্যা ৫৫, ২০৬, ৭২, ৯১।

👉👉রানের সংখ্যা ৩,৮০৭ ৬,৩২৩ ১,৪৭১ ৫,৭২২।

👉👉ব্যাটিং গড় ৩৯.৬৫ ৩৭.৮৬ ২৩.৩৪ ৩৭.৩৯
১০০/৫০ ৫/২৩ ৯/৪৭ ০/৬ ৮/৩৪।

👉👉সর্বোচ্চ রান ২১৭ ১৩৪* ৮৪ ২১৭।

👉👉বল করেছে ১২,৭৭৪ ১০,৫১৭ ১,৫৭১ ১৮,৯২৪।

👉👉উইকেট ২০৫ ২৬০ ৮৮ ৩০৫

👉👉বোলিং গড় ৩১.২৯ ৩০.২১ ২০.১৭ ৩০.১৩৷

👉👉ইনিংসে ৫ উইকেট ১৮ ২ ১ ২৩

👉👉ম্যাচে ১০ উইকেট ২ ০ ০ ২

👉👆সেরা বোলিং ৭/৩৬ ৫/২৯ ৫/২০ ৭/৩২

👉👉ক্যাচ/স্ট্যাম্পিং ২২/– ৪৮/– ১৮/– ৪৫/–

উৎস: ক্রিকেট আর্কাইভ ডট কম, ৪ জুন ২০১৯
২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একজন প্রাক্তন শিক্ষার্থী। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র‍্যাংকিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন এবং ২০১৭ সালের ১৩ই জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান (২১৭) সংগ্রাহক হন। তিনি টি২০তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেন ৷ এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি২০তে ১০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন। ২০১৯ সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ১৯৯ ম্যাচে ৫,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।[৮][৯]।
বর্তমান নিষেধাজ্ঞা কাটিয়ে পূর্বের তুলনায় আরো প্রখর আর ধারালো হয়ে ফিরুক বাংলাদেশের ক্রিকেটে সাকিব। মিস্টার “75” এর জন্যে শুভকামনায় বিডিনার্সিং২৪ পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102