নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির(বিবিজিএনএস) নতুন সভাপতি মো রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান।
শনিবার (১৮ নভেম্বর )বিবিজিএনএস এর অন্তর্বর্তীকালীন কমিটির পঞ্চম নিয়মিত সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়।
জানা যায়, শনিবার বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস’ সোসাইটি- বিবিজিএনএস এর অন্তর্বর্তীকালীন কমিটির ৫ম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান শেখ মো: জহিরুল আলম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব মো: মকুল হোসাইন। সভায় অন্তর্বর্তীকালীন কমিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪র্থ কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে আগ্রহী ও যোগ্য প্রার্থীর নিকট হতে প্রাপ্ত জীবন বৃত্তান্ত বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের প্রেক্ষিতে মো রাসেলকে সভাপতি ও মো মোকলেছুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত নির্বাচিত হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মাহমুদুল হাসান ও মো: মাইনুল হাসানসহ অন্যান্যরা।