বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

বগুড়া পৌরসভা নির্বাচনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নার্স শামিমা আকতার খুশি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২০১১ Time View
{"uid":"985D16B2-DC0D-47BA-A338-F6A59D9FA09D_1607232879686","source":"other","origin":"unknown"}

আদনান ফারাবী: আসন্ন বগুড়া পৌরসভার নির্বাচনে ১৯, ২০ ২১ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নার্সিং কর্মকর্তা  বাংলাদেশ অনলাইন আওয়ামী টিমবোট এর বগুড়া জেলার সহসভাপতি শামিমা আকতার খুশি। গতকাল ৫ই ডিসেম্বর এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সাধারন জনগনের সমন্বয়ে একটি সভা শেষে তার নির্বাচনী প্রচারনা শুরু করা হয়।

নার্সিং পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগ পন্থী নার্স নেতা। এছাড়াও তিনি বাংলাদেশী কমিউনিটি বেনগাজী, লিবিয়ার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বগুড়া জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিকসম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

বিডিনার্সি২৪ কে তিনি বলেন, বঙ্গবন্ধু আওয়ামীলীগের আদর্শ ধারন করে সামনে এগিয়ে যেতে চাই। জনপ্রতিনিধী হয়ে সাধারন মানুষের পাশে থেকে কাজ করতে চাই।কাউন্সিলর পদে লড়াই করে জয়ী হওয়াই তার মূল লক্ষ্য। জনগনের সমর্থন তারপ্রধান শক্তি উল্লেখ করে তিনি বলেন, জয়ী হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।এজন্য সকলের দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102