স্টাফ রিপর্টারঃসাদিয়া সুলতানা সকাল
আজ (রবিবার) ফেনিতে পৌনে ৬ টার দিকে
রাজশাহী চট্টগ্রাম গামী একটি বাস এবং মেট্রোরেল এর সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন আহত এবং ৩ জন নিহত হয়েছে।
আহত দের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২/৩ জনের অবস্থা আশংকা জনক।
জানা যায় বাসটিতে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৪০ জন।
যাত্রীরা জানায় বাসটি রাজশাহী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লায় বিরতি কালে ড্রাইভার ঘুমিয়ে পরে এবং হেল্পার কে গাড়ি চালানোর জন্যে বলে।
এমনি বাসের গেটম্যান এবং গেইট বন্ধ করছিল না।
যারফলে আকষ্মিক ভাবে বাস ট্রেন এর সংঘর্ষ ঘটে