নিজস্ব প্রতিনিধি: পাবনা জেনারেল হাসপাতালে ক্যানোলা খোলার সময় ২৩ দিনের শিশুর হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে হাসপাতালের এক আয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর নাম মিষ্টি পাল। তার বাবার নাম চন্দন পাল। তাদের বাড়ি জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামে।
অভিযুক্ত আয়ার নাম আঞ্জুয়ারা খাতুন। তার বাড়ি সদর উপজেলার দাপুনিয়া এলাকায়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। শিশুটির বাবা চন্দন পাল জানান, ঠান্ডাজনিত কারণে শিশুকে গত ২৮ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২ মার্চ সকালে শিশুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন দুপুরে তাকে ছাড়পত্র দেওয়ার কথা জানান হাসপাতালের চিকিৎসকরা। ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও চলছিল। কিন্তু নার্সের বদলে শিশুর হাতে লাগানো ক্যানোলা খুলতে যান আঞ্জুয়ারা খাতুন।
তিনি ক্যানোলা কাটতে গিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে ফেলেন। শিশুটির চিৎকারে ছুটে আসে অন্যান্য রোগীরা। পরে হাসপাতাল থেকে পালিয়ে যান আঞ্জুয়ারা।
চন্দন পালে অভিযোগ, নার্সের কাজ কীভাবে একজন আয়া করতে গেলেন। এটা মেনে নেওয়া কঠিন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।