শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

নিয়োগকারী সংস্থা ( বার্ড) VARD।(একটি বেসরকারি সংস্থা) ( নার্স ও ডাঃ সহ আরো কয়েকজন লোকবল লাগবে উক্ত সংস্থার)

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৮৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি উক্ত সংস্থা ওটি নার্স, ডাঃ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের নিমিত্তে বিডি জবস এ কিছু সার্কলার প্রকাশ করেছে,যেখানে ওটি নার্স হিসেবে প্রার্থীগণের আবেদনের যোগ্যতা হতে হবে- নার্সিং এ তিনবছরের ডিপ্লোমা কিংবা তিন বছরের মেডিকেল টেকনোলজিস্ট কোর্স সম্পন্ন ব্যক্তিদ্বয়😊
বেতন ভাতা পাবে সর্বসাকুল্যে ৯০০০, আর ডাঃ পাবেন ৪০,০০০।
কুমিল্লা জেলায় বাড়ি হওয়ার সুবাদে কয়েকবার কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত VARD(Voluntary Association for Rural Development) এর একটা জায়গায় গিয়েছিলাম,জয়গাটা যেমন মনোরম তাদের সার্কুলারটা ঠিক তারই বিপরীতমূখী ও নিচু মনমানসিকতায় ভরা!

এ বিষয়ে আমার মন্তব্য হলো তারা ডাঃ যদি এমবিবিএস সম্পন্ন ও বিএমডিসি রেজিষ্ট্রেশন প্রাপ্ত নিতে পারে তাহলে রেজিস্ট্রার্ড নার্স নিতে তাদের সমস্যা কোথায়!তাও আবার ওটি নার্স, এখনো বাংলাদেশে বিভিন্ন ভাবে এভাবেই নার্সদেরকে ছোট করা হচ্ছে আর রেজিস্ট্রার্ড বেকার নার্সদের সংখ্যা বেড়ে যাচ্ছে।
বাংলাদেশে এই পর্যন্ত ৭১,০০০ রেজিস্ট্রার্ড নার্স রয়েছে তার মধ্যে একটা বিশাল অংশই বেকার রয়ে গেছে!

অদক্ষ ও প্রফেশনাল কোনো ডিগ্রী অর্জন না করেই হাতে কলমে প্রশিক্ষন নিয়ে ভূয়া নার্স হয়ে দেশের বিভিন্ন নামি-দামি হাসপাতাল, ক্লিনিক,হোটেল, এনজিও সহ,বিভিন্ন জায়গায় নার্স হিসেবে কাজ করে যাচ্ছে, এ বিষয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কোনো ভ্রক্ষেপই নেই!

আমি একজন রেজিস্ট্রার্ড নার্স হিসেবে এর তীব্র সমালোচনা করছি এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,ধন্যবাদ।

Mehedi Hasan (RN,BNMC)
Nurse, UNFPA.

নিম্নে VARD সম্পর্কে কিছু তথ্য রয়েছে…..

Voluntary Association for Rural Development (VARD) is a national Non-Government Organization (NGO), established in January 20, 1988. VARD runs major part of its integrated development activities in Sylhet division, northeast part of the country. VARD also implements development activities in Dhaka and Chittagong divisions. VARD regulates its project activities and maintain communication and liaison with donor agencies, concerned govt. departments and other related organizations from Head Office, Dhaka in the capital city of Bangladesh.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102