নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে নার্সিং শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের একমাত্র প্রতিষ্ঠান নিয়ানার, কোরিয়ান এজেন্সি কোইকা’র সহায়তায় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় ২০১৬ সালে নিয়ানার প্রতিষ্ঠিত হয়।
অদ্যাবদি ২৪৩ জন শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠান হতে মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং ডিগ্রি অর্জন করে। অদ্য ০২ আগস্ট ২০২৩ ইং সকাল ১০ ঘটিকায়, জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও
গবেষণা প্রতিষ্ঠান (নিয়ানার) অডিটোরিয়ামে ৩য়, ৪র্থ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন সিরিমণি অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, মাননীয় উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ডাঃ দেব্রত বনিক, ডিন, নার্সিং অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জনাব রাশিদা আক্তার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডঃ তাছলিমা বেগম, পরিচালক, নিয়ানার, ঢাকা। অনুষ্ঠানে গ্রাজুয়েট শিক্ষার্থীদের সনদ, ব্যাচ ও ক্রেস্ট বিতরন করা হয়। সকল শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে সভাপতি সভার সমাপনি ঘোষনা করেন।