👤স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান,ঢাকা🕟০৪ সেপ্টেম্বর২০২০-
নার্স নিয়োগবিজ্ঞপ্তিঃ-
ইসলামি চক্ষু হাসপাতাল কাশিপুর বাজার,বরিশাল।
পদবীঃ- নার্স
পদসংখ্যা-০৩ জন
আবেদনের যোগ্যতাঃ-ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি পাস সহ কোন প্রতিষ্ঠিত হাসপাতালে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়মাবলীঃ-
আগ্রহী প্রার্থীদের ০২ কপি ছবি, জীবন বৃত্তান্ত,মোবাইল নম্বর ও পদের নাম উল্লেখ করে আগামী ১৫.০৯.২০২০ তারিখের মধ্যে ইসলামি চক্ষু হাসপাতাল কাশিপুর বরিশাল এ দরখাস্ত পাঠাতে হবে।সকল সনদের মূলপি ও একসেট ফটোকপি ও আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্রাদী নিয়ে উপস্থিত থাকতে হবে।
আবেদন করার ঠিকানঃ-
বরাবর,
পরিচালক
ইসলামি চক্ষু হাসপাতাল
মোবাইলঃ-০১৭৩০-৮৮৬৮৬৬,০১৭১০-০৬৬২৯৯
কাশিপুর বাজার,বরিশাল।