বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

নার্সিং /নন-নার্সিং পদের (কর্মকর্তা/কর্মচারী) তথ্য বিবরণী প্রেরণ করার নির্দেশনা দিয়েছে ডিজিএনএম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৯৯৩ Time View
{"source_sid":"3A71FD5F-1290-453B-986C-FDA783823F69_1595611722166","subsource":"done_button","uid":"3A71FD5F-1290-453B-986C-FDA783823F69_1595611722121","source":"other","origin":"unknown"}

২৩ আগাষ্ট ২০২০
হাসিবুল হাসান, ঢাকা– দেশের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সকল হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান এর সকল নার্সিং /নন-নার্সিং পদের (কর্মকর্তা/কর্মচারী) তথ্য বিবরণী প্রেরণ করতে রোজ শনিবার ২২ জুলাই ২০২০ খ্রিঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে এক নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, শিক্ষা ও প্রশিক্ষণ) জনাব মোহাম্মদ আবদুল হাই, পিএএ স্বাক্ষরিত এক পত্র (নং- ৪৫.০৩.০০০০.০০৬.৯৯.০০১. ১৯/৩০/১(২৫) এ দেশের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সকল হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান এর সকল নার্সিং /নন-নার্সিং পদের (কর্মকর্তা/কর্মচারী) তথ্য বিবরণী ছক অনুযায়ী Nikosh Font – এ সফট কপি অধিদপ্তরের ই- মেইল (nasrinferdous61@gmail.com) এ প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

পত্রে আরো উল্লেখ করা হয় যে, জেলা পাবলিক হেলথ নার্স সকল উপজেলা স্বা. প. প. ক হতে তথ্য সংগ্রহ করে তাঁর জেলার সিভিল সার্জন এর মাধ্যমে ডিজিএনএম এ প্রেরণ করবেন এবং যে জেলায় জেলা পাবলিক হেলথ নার্স নাই সেখানে সিভিল সার্জন দপ্তর তথ্য সংগ্রহ করে ডিজিএনএম এ প্রেরণ করবেন। এছাড়া অন্যান্য দপ্তর সরাসরি ডিজিএনএম এ তথ্য প্রেরণ করবেন।

সূত্র: ডিজিএনএম এর ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102