জাহিদ হাসান, ঢাকা: এমএসসি ইন নার্সিং ভর্তিতে পুরুষ কোটা পদ্ধতি বিলুপ্ত করে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেসএসোসিয়েশন বিএনএ ও স্বাধীনতা নার্সেস পরিষদ স্বানাপ।
আজ মঙ্গলবার সংগঠন দুটি একই সাথে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারবরাবর এই দাবি জানান। এসময় অধিদপ্তরের পরিচালক আব্দুল হাই পিএএ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঢামেকহাবিএনএ সভাপতি কামাল হোসেন পাটোয়ারী। স্বানাপ যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল। স্বানাপ নেতা খাদেমুলইসলাম, নার্স নেতা আহসান হাবীব, রাজিব কুমার, আব্দুল লতিফ, নারায়ন চন্দ্র প্রমূখ।
ঢামেকহা বিএনএ সভাপতি কামাল হোসেন পাটোয়ারী জানান, দেশে পুরুষ নার্সদের নার্সিং শিক্ষা ও উচ্চ শিক্ষার সুযোগ খুবইকম। প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকা স্বত্তেও পুরুষ নার্সরা অনেক ক্ষেত্রে উপেক্ষিত। খুব শীঘ্রই পরিবর্তন আসবে এমনটাই আশাপ্রকাশ করেন তিনি।