নার্সিং অধিদপ্তরে নতুন মহাপরিচালককে বিএনএ’র অভিনন্দন
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর এ নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৯ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব রাশেদা আখতার। তিনি ইতিপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে নতুন মহাপরিচালককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)। আজ বিএনএ এর সভাপতি খান মোঃ গোলাম মোর্শেদ ও মহাসচিব ইসরাইল আলী সাদেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।