নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের অবসর জনিত বিদায় ও নব যোগদান কৃত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশেদা আকতারের যোগদান উপলক্ষে তাদের কনফারেন্স রুমে এ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃক এক অনারম্বর সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, ঢাকাস্থ সকল সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের নব যোগদানকৃত মহাপরিচালক রাশিদা আকতার, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সেবা বিভাগের বাজেট অনু বিভাগ এর দ্বায়িত্বে ছিলেন। তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন।
তিনি তার অতীত কর্মস্থলে চৌকুস, অত্যান্ত মেধা ও দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।