সিনিয়র রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখঃ ১৯ সেপ্টেম্বর,২০২০
সামনেই শ্রীলঙ্কা সফর। এ সফরকে সামনে রেখে দ্বিতীয় দফায় করোনা টেস্ট কর হয় বাংলাদেশের ১৮ ক্রিকেটারের। স্বস্তির খবর হলো সবারই করোনা নেগেটিভ এসেছে। গতকাল শুক্রবার ক্রিকেটারদের নিজ নিজ বাসায় গিয়ে সেম্পল সংগ্রহ করা হয়। আজ শনিবার সবার ফলাফল নেগেটিভ আসার তথ্য দেন বিসিবির মিডিয়া বিভাগ।
প্রথম দফা পরীক্ষায় করোনা পজেটিভ আসে ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেইনার নিক লির। তবে পরে ট্রেইনার নিক লি করোনা নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিলেও দ্বিতীয় বার পরীক্ষায়ও পজেটিভ আসে ক্রিকেটার সাইফ হাসানের।
এদিকে ঢাকার বাইরে থেকে এসে যেসব ক্রিকেটার অনুশীলনে যোগদান দিবেন তাদেরও নমুনা সংগ্রহ করে করোনা টেস্ট করা হবে। শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা করে টীম হোটেলে উঠার কথা থাকলেও এ সফর নিয়ে দেখা দিয়েছে শংকা।
বিসিবির প্রধান নির্বাহী গণমাধ্যমকে জানান, বেশকিছু বিষয় নিয়ে লংকান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা তাদের পরিকল্পনা তাদের জানিয়েছি। এরপর আর আলোচনা হয়নি। যতটুকু জেনেছি আমাদের বিষয়গুলো নিয়ে তারা কর্তৃপক্ষের সাথে ইতিবাচক আলোচনাই করেছে৷ আশা করি কয়েকদিনের ভিতরই তাদের থেকে আমরা ইতিবাচক সাড়া পাবো।