শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

ডিপ্লোমা-বিএসসি ভাই ভাই, নার্সিং প্রফেশনের উন্নতি চাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৭৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
ডিপ্লোমা-বিএসসি ভাই ভাই,
নার্সিং প্রফেশনের উন্নতি চাই

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা গুলি বলার জন্য, প্লিজ পুরোপুরি না পড়ে কেউ কমেন্ট করবেন না ।

বাংলাদেশে নার্সিং প্রফেশনের মত হযবরল সিস্টেম আর কোন প্রফেশন খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে !
কোথায় সমস্যা নেই , প্রতিটি জায়গায় গুজামিল এভাবে আর কত দিন।

ধারাবাহিকভাবে কয়েকটি উল্লেখ করা হলোঃ

১। যত্রতত্র প্রতিষ্ঠানের অনুমতি, প্রশাসনের নেই কোন তদারকি ।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক মন্ডলীর খুবই অভাব । পর্যাপ্ত জনবল নেই । একজন শিক্ষক কেই সব বিষয়ে ক্লাস নিতে হচ্ছে । প্রশিক্ষণের জন্য কোন ক্লিনিকাল ইন্সস্ট্রাক্টর নেই । এতদিনেও এ বিষয়ে কোন সুরহা হয়নি । ব্যাপারটি খুবই হতাশা জনক ।

২। ডিপ্লোমা- বিএসসি একই পোস্ট এটা কিভাবে সম্ভব ?
বেসিক বিএসসি পাশ করতে ইন্টার্নি সহ পাঁচ বছর সময় লেগে যায় সেখানে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে তিন বছর সময় লাগে । এখানে একই গ্রেড না রেখে পোস্ট ও বেসিক বিএসসি দের জন্য ৯ম গ্রেডের পোস্ট ক্রিয়েট করা প্রয়োজন । এটা না করতে পারলে লেখাপড়া করে কি প্রয়োজন ?
একজন ব্যক্তি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ১০ম গ্রেডে চাকরীতে যোগদান করলেন সে কেন খামোখা আরও দুই বছর পরিশ্রম করে পোস্ট বেসিক বিএসসি করতে যাবেন । শুধু শুধু অর্থ ও সময় নষ্ট ।

বিএসসি, এমপিএইচ, এমএসসি ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেও যদি এসএসএন পদ থেকে অবসরে চলে যেতে হয়, তবে এই ডিগ্রী গুলির কোন প্রয়োজন আছে কি ?
শুধু শুধু সরকারের টাকা অপচয় !

যারা বলেন বিএসসি কোর্স করে তারা ১০ম গ্রেডে কেন যোগদান করে তাদের ভেবে দেখা উচিত, বিএসসি কোর্স চালু করার ১২ বছরের মধ্যেও কেন তাদের জন্য পদ তৈরী করা হয়নি ।
এটা কার ব্যর্থতা ?

আমার একজন কলিগ কিছু দিন আগে মৃতূবরণ করেছেন ! সে ডিপ্লোমা কোর্স থেকে পিএইচডি সম্পন্ন করেছিল ।
২২ – ২৫ বছর চাকরী করার পরও কেন এসএসএন পদ থেকে চলে গেলেন ?

৩। এইচ এস সি পাশ করার পরও কেন তিন বছরের কোর্স কে ডিপ্লোমা নাম দেওয়া হবে এটা ডিগ্রী কেন হলোনা ?
পলিটেকনিক কৃষি মৎস বিভাগ থেকে এসএসসি পাশ করে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর তারা ১০ম গ্রেডে চাকরীতে যোগদান করে এখানে কি বৈষম্য হচ্ছে না ?

এবং এই প্রতিষ্ঠান গুলো থেকে যারা বিএসসি কোর্স সম্পন্ন করছে তারা চাকরিতে ৯ ম গ্রেডে যোগদান করছে এখানে বিএসসি রা কি বৈষম্যের শিকার হচ্ছে না ?

৪। কিছুদিন পূর্বে নবম গ্রেডে যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের দিকে একটু লক্ষ্য করুন।

একজন ব্যক্তি দীর্ঘ ২২ বছর নার্সিং প্রশাসনে কাজ করেছেন সে কিভাবে নার্সিং কলেজে মানসম্মত শিক্ষা দিবেন ?

অন্যদিকে আরেকজন দীর্ঘ কাল কলেজে শিক্ষকতা করেছেন তাকে হাসপাতালে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে ?
ব্যপারটি কেমন হলো তবে কি অভিজ্ঞতা ও লেখাপড়ার কোন দাম নেই ?
ব্যপারটি যদি উল্টো ঘটতো তবে কতই না শৃংখল ছিলো । এবং দক্ষ হাতে সবাই যার যার অবস্থান থেকে প্রফেশনের উন্নয়নে কাজ করতো ।

৫। অধিদপ্তর হওয়া সত্বেও কেন প্রফেশনাল বিসিএস থাকবে না । তবে এ পদগুলি তৈরী করার অর্থই হয় না, এগুলি কাদের জন্য ? যেখানে নিজেরা বসতে পারবেন না ।

৬। দীর্ঘকাল পরিদপ্তর থাকা অবস্থায় আমরাই আমাদের চেয়ারে ছিলাম তখন নার্সিং এর উন্নয়নে তারা কি কি ভুমিকা রেখেছিলো ?
এত সমস্যা কেন এখনো বিদ্যমান এ দায় কাদের ?

৭। দেশের প্রায় অধিকাংশ হাসপাতালের প্রশাসন নার্সদের ব্যপারে ইতিবাচক নয়, আমাদের ন্যায্য অধিকার খর্ব করাই তাদের ধর্ম।
আমরা নিজেরাই আমাদের অধিকার থেকে নিজেদের কে কোনঠাসা করার অপচেষ্টায় লিপ্ত থাকি আর প্রশাসনের কাজে তালি বাজাতে ব্যস্ত । এ দায় কাদের ?

৮। নার্সদের একমাত্র মাদার সংগঠন বিএনএ কে সবাই যার যার নিজস্ব সম্পত্তি বানিয়ে রেখেছি । নির্বাচনের কোন ব্যবস্থা করার বিন্দুমাত্র ইচ্ছা শক্তি নেই ।
এ দায় আমরা কিভাবে এড়াবো ?

তবে
ডিজিএনএম প্রশাসনের নিকট বিনীত নিবেদন,
অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমান প্রশাসন নার্সিং প্রফেশনের জন্য ইতিবাচক ও খুবই আন্তরিক ।

নার্সদের উজ্জল ভবিষ্যত গড়ার লক্ষ্যে যুগোপযোগী নিয়োগ কাঠামো তৈরী করে নার্সিং প্রফেশনের অগ্রযাত্রায় আপনাদের ভুমিকা একান্ত ভাবে কাম্য ।
সর্বোপরি সর্বদিক বিবেচনা করে সঠিক সিদ্বান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি ।

যেন ভবিৎষতে কোন দিন কারিগরী বা অন্য কোন বিড়ম্বনায় পড়তে না হয় ।

সবার প্রতি বিনীত অনুরোধ, প্লিজ কাউকে হেয় বা অবজ্ঞা করে কোন কমেন্টস করবেন না ।

কলমেঃ কাজী মোস্তাফিজুর রহমান ~এসএসএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102