জাতীয় দৈনিক “আমাদের সময়” এর সন্মাননা পেলেন ওসমানী বিএনএ”র সাধারণ সম্পাদক সাদেক
কোভিডকালীন সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকি নিয়ে রোগীদের সেবা নিশ্চিত করায় দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা ‘আমাদের নতুন সময়’ ‘বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছে। গতকাল পহেলা এপ্রিল পত্রিকাটির সিলেট ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু সম্মাননা ক্রেস্টটি ইসরাইল আলী সাদেকের কাছে হস্তান্তর করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী বিএনএ’র সভাপতি শামীমা নাসরিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
করোনাকালীন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদানের জন্য বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষ থেকে ‘আমাদের নতুন সময়’ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। তিনি বলেন, রোগীর সেবা নিশ্চিত করতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা বদ্ধপরিকর।
বিজ্ঞাপন