সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী নয়ন হালদার আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রথম ডোস সম্পন্ন করল ১৭ ই ফেব্রুয়ারি ২০২১ রোজ বুধবার ।
নয়ন হালদার মার্কস মেডিকেল কলেজ(নার্সিং ইউনিট) ঢাকা মিরপুর ১৪. প্রথম ব্যাচ,বিএসসি ইন নার্সিং( ফাইনাল ইয়ার) ছাত্র অধ্যায়ন করছে।
ও ,সত্যের সন্ধানে তরুণ সাংবাদিক পেশায় কাজ করে যাচ্ছেন।বিডি নার্সিং টুয়েন্টিফোরে স্টাফ রিপোর্টার,মেডিনিউজ বিডি স্টাফ রিপোর্টার, বিডি সমাচার, যমুনা প্রতিদিন, আলোর বাংলাদেশ, স্টাফ রিপোর্টার পদে কাজ করছেন।
বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দায়িত্বে কাজ করছেন।
সহ-সভাপতি সোসাইটি অফ বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস, ও সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস – দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী নয়ন হালদার বলছে যে
বাংলাদেশের সকল নার্সকে করোনার টিকা নেওয়ার জন্য, ও সকল সাংবাদিকে বাংলাদেশের মানুষ যেন টিকা নিতে অনুপ্রাণিত হন এবং তাদের মনের ভেতর যেন ভ্যাকসিন নিয়ে কোন ভয়ভীতি না থাকে।
”দেশে যখন করোনাভাইরাস আসে, তখনই মনে হয়েছে, এটা একটা যুদ্ধ। সেই যুদ্ধে স্বাস্থ্যবিধি মেনে এতদিন ধরে অনেকটা জয়ী হয়ে আসতে পেরেছি। এখন আমরা আরেকটি আশা দেখতে পেলাম, সেটা হলো ভ্যাকসিন,”