স্টাফ রিপোর্টার:খান রুপা
আজ ৮ই এপ্রিল রোজ বৃহস্পতিবার,আজ থেকে সবাই পাচ্ছে করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ। সেই সাথে চলমান থাকবে ১ম ডোজ। শহরের ও গ্রামের বিভিন্ন হাসপাতাল দেওয়া হচ্ছে এই করোনার টিকা। করোনার এই ভয় কে জয় করে সবাই ছুটে আসছে এই টিকা নিতে।
আমাদের পরিবার ও স্বজনদের কথা চিন্তা করে সতর্কীকরন এই যে,
নিম্নলিখিত ক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়া যাবে না:-
১. প্রেগনেন্ট মাদার (গর্ভবতী মা)
২. বেস্ট ফিডিং/ল্যাকটিটিং মাদার
৩. ড্রাগ এলার্জি জনিত কারন
৪. হাসপাতালে ভর্তিকৃত রোগী
৫. কোনও জটিল রোগে আক্রান্ত থাকলে টিকা নেওয়া পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।