আইইউবিএটি গ্রাজুয়েট নার্সিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আলী সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স কোর্সে পূর্ণকালীন স্কলারশিপ পেয়েছেন। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়া কোর্সে তিনি ওমেন্স এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন। তার এপ্লিকেশন নম্বর ১৫৪৬৮৮০। তিনি আইইউবিএটি (IUBAT) থেকে নার্সিং-এ স্নাতক শেষে, নিজ বিশ্ববিদ্যালয় আইইউবিএটিতে কিছুদিন শিক্ষকতা করেন।
এরপর সুইডেনে Uppsala University থেকে মাস্টার্স কোর্সে SISGP scholarship পান। মাস্টার্স শেষে, সুইডিশ সরকারী মেডিক্যালে নার্স হিসেবে যোগ দেন। মোহাম্মদ আলী মাঝে মাঝে ডেইলি স্টারে চলমান হেলথ ইস্যু নিয়ে নিবন্ধ লিখে প্রকাশ করেন।
বাংলাদেশের প্রথম নার্স হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় মোহাম্মদ আলীকে বিডিনার্সিং২৪ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।