বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে- রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৮৫ Time View

মোহাঃ নূরন্নবী তন্ময়, স্টাফ রিপোর্টার, বিডিনার্সিং২৪.কম

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জনগণের সচেতনতা, সম্পৃক্ততা ও অংশীদারত্ব বাড়ানোর মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলাই এ বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য।স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও নিয়োগ, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে দেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, কমেছে মাতৃ ও শিশু মৃত্যুহার।
বুধবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে দেয়া বাণীতে একথা বলেন তিনি।
রাষ্ট্রপতি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘Building a fairer, healthier world’ যার বাংলা ভাবার্থ ‘সকলের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ি’ তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।
কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণজনিত চিকিৎসা সেবাকে জনগণের জন্য আরো সহজলভ্য করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। একই সাথে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরি বলে আমি মনে করি।

উল্লেখ্য, ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। সর্বজনীন স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102