সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

“কুমিল্লায় চিকিৎসকের মৃত্যু”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৩ Time View

👩‍সিনিয়র স্টাফ রিপোর্টারঃমরিয়ম আক্তার, চাঁদপুর
🕓১৮সেপ্টেম্বর,২০২০

নিরলস ভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডক্টর,নার্সগন।
এ পর্যন্ত অনেক ফ্রন্টলাইনার এর প্রান ঝড়ে গেছে।

ঝরে গেলো আরো একটি প্রান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. ওবায়দুর রহমান।

বৃহস্পতিবার (গতকাল)ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। ডা. ওবায়দুর রহমানের বাড়ি ব্রা‏হ্মণবাড়িয়া জেলায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, করোনাকালীন পুরো সময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়েছেন ডা. মো. ওবায়দুর রহমান।

এরই মধ্যে তার মা করোনায় সংক্রমিত হয়।
পরে মা’কে সেবা দিতে গিয়ে তিনি নিজেই করোনায় সংক্রমিত হন। এছাড়া তার সংস্পর্শে থাকায় কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের আরও একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হন।
তিরি আরও জানান, করোনা শনাক্তের পর থেকে ডা. ওবায়দুর তার ব্রা‏হ্মণবাড়িয়ার বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এরই মধ্যে তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকেই তাকে রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। ডা. ওবায়দুর রহমানের মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার শোকাহত।

এমন দেশবন্ধু ডা. মো. ওবায়দুর রহমানের মৃত্যুতে শোকাহত বিডিনার্সিং২৪ পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102