বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

কানাডায় পিএইচডি’র সুযোগ পেলেন বাংলাদেশের নার্স ও গবেষক সাইফুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪৯৭ Time View
সাইফুর রহমান চৌধুরী। ছবিঃ সংগৃহীত

বিডিনার্সিং২৪ রিপোর্টঃ কানাডার “ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ে” সম্পূর্ণ স্কলারশিপে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেলেন সিলেটের কৃতি সন্তান সাইফুর রহমান চৌধুরী। বর্তমানে তিনি কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি হেলথ এন্ড এপিডেমিওলজিতে থিসিস বেইজড মাস্টার্স কোর্সে অধ্যায়নরত রয়েছেন।

বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত আছেন https://lights.science/। তিনি তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২০ সালে বাংলাদেশ সরকারের বিসিসিপি রিসার্চ গ্রান্ট ২০২০ অর্জন করে

BCCP grant research

এছাড়াও আন্তর্জাতিক জার্নালে তার অসংখ্য গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। তিনি ২০১৭ সালে সিলেট রাগিব রাবেয়া নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৯ সাল থেকে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং এ বিশ্বে ১৯ তম এবং কানাডায় ২য় তম অবস্থানে আছে। সুত্রঃ McMaster University is ranked #19 (#2 in Canada) in Medicine in Times Higher Education (THE) University Ranking.

sponsored

নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ কোচিং প্রিলিমিনারী ব্যাচে ভর্তির জন্য যোগাযোগঃ 01682955664

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102