স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখ: ১৬ সেপ্টেম্বর, ২০২০
৫০ লাখ ছাড়িয়ে গেছে ভারতের করোনা আক্রানের সংখ্যা। আজ ১৬ সেপ্টেম্বর ২০২০পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯০ হাজার ১২৩ জন। এবং ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ১ হাজার ২৯০ জন করোনা রোগী।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪২ হাজারের বেশি মানুষ।
ভারতে প্রথম করোনা রোগীর সন্ধান মিলে ৩০ জানুয়ারি। সেই থেকে প্রায় ৮ মাস সময়েই করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেলো।