নিজস্ব প্রতিবেদকঃ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিংয়ের রেজিস্ট্রেশন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নার্সেস সংগঠনগুলো। আজ রবিবার গাজিপুরে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ গাজিপুর শাখার উদ্যোগে উদ্যোগে এক মানববন্ধনে এ প্রতিবাদ জানায়।
মানববন্ধনে গাজিপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ নার্সিং কলেজ গাজীপুর এবং রয়েল নার্সিং কলেজ সহ বিভিন্ন নার্সিং কলেজের কয়েকশ নার্সিং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবাদী নার্সিং ছাত্রনেতা -তোফায়েল আহম্মদ, আ্ল-আমিন, বায়েজিদ তালুকদার, নাজমুল সিদ্দিক অন্তু, আল আমিন হাসান আবির,জোনায়েদ হোসেন রনি, আখেরি ইসলাম ও রয়েল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
উক্ত মানববন্ধনে বক্তারা তাদের তিন দফার পক্ষে বিভিন্ন যুক্তি পেশ করেন এবং অনতিবিলম্বে তাদের দাবি মেনে নিতে যথাযত কতৃপক্ষের প্রতি আহবান জানান।
ছবিঃ গাজিপুরে বাংলাদেশ নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদের মানববন্ধন
মানববন্ধনে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের নার্সরা সমর্থন জানায়।