আফরিন, ঢাকা: ১১ তম এএএএইচ (এশিয়া প্যাসিফিক অ্যাকশন অ্যালায়েন্স অন হিউম্যান রিসোর্স ফর হেলথ) অ্যাওয়ার্ডে বাংলাদেশে প্রথম বারের মত মনোনিত হলেন নার্স তেরেজা বাড়ৈ।
বুধবার বিকালে ভার্চুয়াল সভায় আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করেন এএএএইচ এর প্রধান।
তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এর দায়িত্ব পালনের পাশাপাশি বসুন্ধরা আইসোলেশন সেন্টার এর সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন।
তেরেজা বাড়ৈ বিডি নার্সিং২৪ কে বলেন, আমি খুবই আনন্দিত। এই এ্যাওয়ার্ড সকল নার্স জাতির কাজের পরিধি আরও বাড়িয়ে দিবে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে যতদিন সুস্থ রাখবে আমি সাধ্যমত মানব সেবা করে যাবো। এজন্য সবার দোআ কামনা করেন।
এ সম্মাননা লাভ করায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সর্বস্তরের নার্সরা তাকে অভিনন্দন জানিয়েছে।