মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

১০ জন নার্স ও মিডওয়াইফকে পুরষ্কিত করলো এজিডব্লিউইবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৬৬৪ Time View

ডেস্ক রিপোর্টঃ

International Women’s Day- Achieving an Equal Future in a COVID-19 World : Saluting our Nurses for their Services and Sacrifices” বিষয়কে সামনে নিয়ে কোভিড-১৯ এ অসামান্য সেবা ও আত্মত্যাগের স্বীকৃতি প্রদান করেছে এসোসিয়েশন অব গ্র‍্যাসরুট উইমেন এন্টারপ্রিনার, বাংলাদেশ (Association of Grassroots Women Entrepreneurs, Bangladesh)।

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে এ সম্মাননা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, এজিডব্লিউইবি এর প্রেসিডেন্ট মৌসুমী ইসলাম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক শিক্ষা আবদুল হাই পিএএ প্রমুখ।

অনুষ্ঠানে কোভিড-১৯ চলাকালীন অসামান্য ভূমিকা পালনকারী মনোনিত নার্স ও মিডওয়াইফগণ হলেন নাজনীন খানম, তেরেসা বাড়ৈ, মিতালি কর্মকার, রেহেনা পারভিন,  মিনাক্ষী রানী দাশ, রেনু বেরুনিকা কস্তা, আফরোজা সুলতানা, জাবেদা ভূঁইয়া।

ছবিঃ পুরষ্কার প্রাপ্তদের নামের তালিকা

এসময় স্বাস্থ্য সচিব করোনায় নার্সদের ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও নার্সিং পেশার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

তারপর আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও সবাইকে  ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102