সাকিব আল হাসান,ক্যাম্পাস অ্যাম্বাসেডর-🕧৮ই সেপ্টেম্বর,২০২০:-
করোনা ভাইরাস মহামারীর কারনে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, যারই অংশ হিসেবে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিএসসি ইন নার্সিং কোর্সের সকল একাডেমিক এবং পরীক্ষা কার্যক্রম । সকল স্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (০৮-০৯-২০২০) এ সংক্রান্ত এক নোটিশ প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইটে। নোটিশে বলা হয় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এসকল পরীক্ষা অনুষ্ঠিত হবে ।এ বিয়ষ এ বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হলে তারা বেশ উছ্বাস প্রকাশ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান করোনাভাইরাস মহামারীর কারনে এমনিতেই তারা সেশন জটের মুখোমুখি হতে চলেছিল এর ভিতর এই অসমাপ্ত পরীক্ষা গুলো তাদের শিক্ষাজীবন সেই ঝুঁকির ভিতর ফেলে দিত। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত্তে তারাা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।