📝স্টাপ রিপোর্টার:-
মোছাঃ জুলেখা জুঁই
📝তারিখ:-১২/০১/২০২১
আমাদের দৈনন্দিন জীবনে মহিলা রা না না রোগে আক্রান্ত হয়ে মারা যান। তন্মধ্যে স্তন ক্যান্সার আর জরায়ু মুখের ক্যান্সার একটি। যা আমরা বা মহিলা রা বছরের পর বছর শরীরের ভেতর বয়ে নিয়ে বেরচ্ছি বছরের পর বছর। যার ফলশ্রুতিতে মহিলা দলের মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই এই পরীক্ষার কার্যক্রম শুরু করেছেন।
২০২০ সাল থেকে ইউএনএফপিএ ও ওজিএসবি র সহায়তায় জোরালো ভাবে প্রতিটা জেলা ও উপজেলায় স্তন ক্যান্সার ও জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে, যা সম্পূর্ণ বিনামূল্যে। ৩০-৬০। বছর বয়সী সকল বিবাহিত মহিলা এই পরীক্ষা করতে পারবেন । তবে মাসিক চলাকালীন সময় এবং গর্ভকালীন সময় এই পরীক্ষা করা হয় না। শুধু মাত্র মহিলা দলের জাতীয় পরিচয়পত্রের নাম্বার ও মোবাইল নাম্বার সাথে থাকলেই যে কোন জায়গাতে বিনামূল্যে এই পরীক্ষা করতে পারবেন।
তাই আসুন সকলে সচেতন হই, নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি।
“প্রতিরোধের চেয়ে, প্রতিকার উত্তম।”