বিডিনার্সিং২৪ -করোনায় আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার কৃষ্ণা রানী হালদারের স্বামী পরিতোষ মিত্র মৃত্যু বরণ করেছেন।
আজ পহেলা ডিসেম্বর সকাল ৮ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
নার্সিং সুপারভাইজারের স্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা বিএনএ এর সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস। আজ এক শোকবার্তায় তিনি গভীর শোক ও সমবেদনা জানান।