মোছাঃ মর্জিনা বেগম, বিডিনার্সিং২৪.কম
২১ চৈত্র, ১৪২৭ (০৪ এপ্রিল, ২০২১)
ঢাকা
করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ রোধকল্পে ০৫ এপ্রিল সকাল ৬ টা হতে ১১ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত শর্ত স্বাপেক্ষে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ (আদেশটি দেখতে এখানে ক্লিক করুন)।
ঐ আদেশে বলা হয় গত ২৯ তারিখে ১২৪ সংখ্যক স্মারকে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে যে ১৮ দফা নির্দেশনা জারি করা হয় তার অনুবৃত্তি হিসেবে শর্তস্বাপেক্ষে এই কার্যাবলি/চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; সকল প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অগ্যান্তরীন ফ্লাইট) বন্ধ থাকবে। তবে জরুরী পরিবহন (খাদ্য পন্য বহনকারী ও উৎপাদনের সাথে সম্পৃক্ত পরিবহন চালু থাকবে, জরুরী সেবা ছাড়া সব সেবা সীমিত আকারে চলবে, শিল্প কারখানা চালু থাকবে তবে নিজস্ব ব্যাবস্থাপনায় তাদের যাতাযাত ও চিকিৎসা ব্যাবস্থা করতে হবে, সন্ধ্যা ৬ ঘটিকা হতে ভোর ৬ ঘটিকা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষেধ, হোটেল রেস্তোরায় বসে খাওয়া নিষেধ তবে অনলাইন চালু থাকবে, শপিং মলসহ অন্যান্য দোকানটপাট বন্ধ থাকবে, নিত্য প্রয়োজনীয় পণ্য সমূহের দোকান স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে সকাল ৮ টা হতে ৪ টা পর্যন্ত খোলা রাখাফ ব্যাবস্থা কিরবে স্থানীয় প্রশাসন।
আইন অমান্যকারীদের বিরূদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, গতকাল শনিবার এক সপ্তাহের লকডাউনের কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, তবে তিনি জানান নি কি কি শর্ত থাকবে সেই লকডাউনে আজ প্রজ্ঞাপনের মাধ্যমে তা স্পষ্ট করেছে সরকার।