স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম।
ফুলপুর,ময়মনসিংহ।
প্রতি বছরই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক মানুষ। বিশ্বজুড়ে ২য় সর্বোচ্চ মৃত্যু ঘটে এ রোগেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, শুধুমাত্র ২০১৮ সালেই প্রায় ১কোটি লোক মারা গেছে মরণব্যাধি ক্যান্সারে। অর্থাৎ প্রতি ছয় জনে একজন মারা গেছেন।
২০১৮ সালে বাংলাদেশে নতুন করে কর্কট রোগে আক্রান্ত হন দেড় লাখের ওপরে মানুষ এবং মারা যায় এক লাখের ওপরে মানুষ। ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের সীমাবদ্ধতাকে এর বড় কারণ বলে মনে করা হয়।
সীমিত আকারে কেমো আর রেডিও থেরাপির পাশাপাশি সম্প্রতি দেশের দু-একটি প্রতিষ্ঠানে যুক্ত হয় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট। তবে এ ক্ষেত্রে প্রযুক্তির সীমাবদ্ধতাথেকেই গেছে।
আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং সেগুলো পরিচালনার যথাযথ পরিবেশ সব সময়েরই বড় চ্যালেঞ্জ। এর মাঝেই বাংলাদেশেরএকটি বেসরকারি হাসপাতাল ক্যান্সার চিকিৎসায় প্রথম বারের মতো সংযোজন করেছে টোটাল বডি রেডিয়েশন বা টিবিআই। প্রশস্ত করা হয়েছে দেশের সব ধরনের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের।তবে ক্যান্সার চিকিৎসায় সর্বশেষ যুক্ত করা হয়েছে হ্যাপেলো ট্রান্সপ্ল্যান্ট।