সিলেট শামসুদ্দিন হাসপাতালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ও নার্সদের কোয়ারেন্টাইন ভাতা প্রদান শুরু
নিজস্ব প্রতিবেদক, বিডিনার্সিং২৪
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতেলের নার্সিং অফিসারদের আয়োজনে উক্ত হাসপাতালের নার্সিং সুপার ভাইজার জনাব ফারহানা হোসেন ও বদলী হওয়া ডাঃ সুশান্ত কুমার মহাপাত্র ও ডাঃ জন্মেজয় দত্তকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
গত ৭ জুলাই হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এই বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ বিগ্রেড. জেনারেন জনাব ডাঃ ব্রায়ান বঙ্কিম হালদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ হিমাংশু লাল এবং ওসমানী শাখা বিএনএর সাধারণ সম্পাদক জনাব ইসরাইল আলী সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন হাসপাতালটির উপ-সেবা তত্ত্বাবধায়ক নীহারী রাণী দাস।অনুষ্ঠানটি পরিচালনা করেন সিশশাআহাসি বিএনএ শাখার সভাপতি মাসুদ আহমদ খান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বিএনএ ওসমানী শাখার সাধারণ সম্পাদক জনাব ইসরাইল আলী সাদেক বিদায়ী নার্সিং সুপারভাইজার ও বদলী হওয়া ডাক্তারদের বিশেষ ধন্যবাদ ও ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য শুভ কামনা করেন।
উল্লেখ্য যে, একই সাথে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নার্সদের মধ্যে কোয়ারেন্টাইন ভাতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় বিশেষ প্রণোদনা প্রদান করা হয়।এতে সাধারণ নার্সদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
হাসপাতালের সাধারণ নার্সরা বিডিনার্সিং২৪ কে বলেন, নার্সিং সুপারভাইজার ফারহানা হোসেনের বিদায় আমাদের জন্য কষ্টের। তার জন্য শুভ কামনা রইলো। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। করোনার এই মহামারীতে আমরা যে ঝুকি নিয়ে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি তার ফলস্বরূপ বিশেষ প্রণোদনা ও কোয়ারেন্টাইন ভাতা প্রদানের জন্য।প্রণোদনার এই দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনার জন্য হাসপাতালটির বিএনএর সভাপতি মাসুদ আহমদ খান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে ধন্যবাদ জানান নার্সিং অফিসাররা