স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম
ফুলপুর,ময়মনসিংহ।
মাথাব্যথার যন্ত্রণায় কম-বেশি সবাই ভোগেন। অধিকাংশ ক্ষেত্রেই একে সামান্য মনে করে সহ্য করা হয়।খুব বেশি অসহ্য হলে কেউ হয়তো ওষুধ সেবন করেন। তবে যদি মাইগ্রেইন হয়? এই চিন্তায় অনেকেই হয়তো আঁতকে ওঠেন।
মাথাব্যথা যদি ঘাড় ও মাথার পিছন দিকে শুরু হয়ে কপালের দুইপাশেই ছড়াতে থাকে তাহলে সেটা মানসিক চাপ থেকে মাথাব্যথা। এই সাধারণ মাথাব্যথার নির্দিষ্ট কারণ বের করা সম্ভব হয় না।অভ্যন্তরীণ চাপ থেকেই এর সূত্রপাত।চোখের ওপর অতিরিক্ত ধকল এবং ক্ষুধা থেকে,অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক অস্বস্তি থেকেও মাথাব্যথা হয়।
অন্য দিকে মাইগ্রেইনের ব্যথাটা হয় তীব্র। ব্যথায় বিরতি থাকে না।এ ব্যথা ঘাড় থেকে শুরু হয়।মেজাজ দ্রুত রূপ বদলায়,কোষ্ঠকাঠিন্য,ডায়রিয়া, প্রচন্ড তৃষ্ণা,অতিরিক্ত মূত্রপাত,ঘাড় ব্যথা,পেট ফোলাভাব,আলো ও শব্দের প্রতি প্রচন্ড সংবেদনশীলতা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
সাধারণ মাথাব্যথা সারানো কঠিন কিছু নয়। সঠিক চিকিৎসায় এই ব্যথা ভালো হয়। মানসিক চাপ নিয়ন্ত্রণ,পর্যাপ্ত বিশ্রাম নিলে ওষুধ ছাড়াই ভালো হয়। তবে মাইগ্রেইনের চিকিৎসা জটিল। তাই ঘন ঘন মাথাব্যথা হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে,সামান্য বলে উড়িয়ে দেয়া যাবে না।