নিজস্ব প্রতিবেদক,বিডিনার্সিং২৪ঃ
মহামারী করোনাতে সকল নার্সিং ইন্সটিটিউট ও কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আটকে ছিল এতদিন। আর্থিক সমস্যায় পড়তে হয়েছে অনেক শিক্ষাথীকে।
বৃত্তির টাকা শিক্ষার্থীদের অধিকার এই কথা বিশ্বাস করে বিডিনার্সিং২৪ এ বিষয় এ কাজ শুরু করে গত আগস্ট মাসে। যোগাযোগ করা হয় বিভিন্ন ইন্সটিটিউট ও কলেজে, কিছু ইন্সটিটিউট সে সময়ে শিক্ষার্থীদের বৃত্তি পরিশোধ করলেও বেশিরভাগ ইন্সটিটিউট কলেজ খুললে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেয়।
গত ০৫ আগস্ট ২০২০ বিডিনার্সিং২৪ এ নিয়ে “করোনা দূর্যোগেও বন্ধ সরকারি নার্সিং শিক্ষার্থীদের স্টাইপেন্ড দ্বায় কার?? ” শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়।কিন্তু তাতেও ইন্সটিটিউট গুলো তেমন সাড়া না দেওয়ায় বিষয়টি নিয়ে পুনরায় কাজ শুরু করে বিডিনার্সিং২৪,অধিদপ্তর ও কাউন্সিলে যোগাযোগ করে
টিম বিডিনার্সিং২৪।
অবশেষে এলো সু-খবর আজ ০১-০৯-২০২০ তারিখে আব্দুল হাই পি এ এ তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান সকল নার্সিং ইন্সটিটিউট ও কলেজ কে শিক্ষার্থীদের বকেয়া বৃত্তির টাকা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে স্বস্তি ফিরেছে নার্সিং শিক্ষার্থীদের । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, বৃত্তি বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়তে হয়েছে তাদের। অধিদপ্তরের ঘোষনায় তারা স্বস্তি খুঁজে পেয়েছেন। সমস্যা সমাধানে এগিয়ে আসায় তারা অধিদপ্তরকে ধন্যবাদ জানান।