👤স্টাফ রিপোর্টার:বিভাবরী,ঢাকা।
🕙০৭/০৯/২০২০
নিজেদের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন প্রথমবারের মতো জনসম্মুখে আনলো চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক এবং সিনোফার্ম। বেইজিংয়ে চলমান সপ্তাহব্যাপী বাণিজ্য মেলায় ভ্যাকসিনগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।
সেখানে আজ সোমবার ভ্যাকসিন প্রার্থীরা এগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং ছবি তুলে নিচ্ছেন। বুথগুলোর আশপাশে অসংখ্য মানুষের ভিড় লক্ষ করা গেছে।
এদিকে, সংশ্লিষ্ট গবেষকরা আশা করছেন, গুরুত্বপূর্ণ তিনটি ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের পর এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিনগুলো ব্যবহারের জন্য অনুমোদন পাবে।
এ বিষয়ে সিনোভ্যাক বায়োটেকের একজন প্রতিনিধি বার্তা সংস্থা এএফপিকে জানান, তাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে একটি ভ্যাকসিন কারখানার নির্মাণ কাজ শেষ করেছে। ওই কারখানায় বছরে ৩০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে।