স্টাফ রিপোর্টার, ঢাকা
২২ মার্চ, ২০২১
ভাইরাস জনিত প্রাদূর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারী ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে।
সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনাভাইরাস জনিত রোগের প্রাদূর্ভাবের কারণে লকডাউন বা সরকারী ছুটির বিষয়ে সরকার কোন সিধান্ত গ্রহণ করেনি বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য অধিদফতর। ২০২০ সালের ২৩ মার্চের সরকারী ঘোষণার একটি ভিডিও ভাইরাল হয়েছে বলেও জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে।
এই ধরণের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারনার সাথে জড়িতদের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
প্রসঙ্গত, গতকাল দুপুরে স্বাস্ত্য সেবা বিভাগের সচিবের উদ্বৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যনে জানানো হয় যে, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা হতে পারে।