মেহেদী হাসান শুভ: মিশরের জাতীয় সংসদ “সিনেট” -এর সদস্য হলেন নার্স ড. কাওথার মাহমুদ। মিশরের রাষ্ট্রপতি মিশরের এই সর্বোচ্চ নীতি-নির্ধারনী সংসদে নিয়োগ দেন নার্স ড. কাওথার মাহমুদকে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে সংসদীয় মেয়াদকালে দায়িত্ব পালন করবেন ড. মাহমুদ। মিশরীয় ইতিহাসে এই প্রথম কোনো নার্স সংসদ সদস্য মনোনীত হলেন।
ড. কাওথার মাহমুদ নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী। তিনি পেশাগত জীবনে সরকারের উচ্চ পর্যায়ে সহকারী আন্ডার সেক্রেটারি (নার্সিং), কেন্দ্রীয় নার্সিং বিভাগের প্রধান, মিশরীয় নার্স সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. কাওথার মাহমুদ এর এই অর্জনে নার্সদের আন্তর্জাতিক কাউন্সিল আইসিএন সহ বিভিন্ন দেশের নার্সিং সংগঠন প্রশংসা জানিয়েছে।
এদিকে ড. কাওথার মাহমুদ এর এই অর্জনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের নার্স সংগঠনগুলো। পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছে বিএনএ, স্বানাপ, বিবিজিএনএস, এসএনএসআর সহ ছাত্র সংগঠনগুলো।