📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন
🗒️০৫ নভেম্বর, ২০২০।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার বেলা দুপুরে নার্সিং সুপার ভাইজার অফিসে কেন্দ্রীয় বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের সাবেক মহাসচিব আনিছুর রহমান ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠান পরিচালনা করেন রমজান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার পারভীন আক্তার, সামসুন নাহার, ফরিদা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন শামীম আরা, হোসেনেয়ারা পারভীন, ফেরদৌসী আক্তার, শেফালী আক্তার, মাসুদ রানা এবং আব্দুল্লাহ।
সভায় সকল নার্সদের সর্বসম্মতিক্রমে মো: সাইফুল ইসলাকে সভাপতি ও জান্নাত আরা শিমুলকে সাধারন সম্পাদক ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয় এবং নাসিং সুপার ভাইজার ২ জনসহ ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।