স্টাফ রিপোর্টারঃরাবেয়া আক্তার মীম
আবারো মানবিকতার অনন্য নজির দেখালো বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। একিউট প্রোমাইলো সাইটিক লিউকোমিয়া রোগে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওনেটাল আইসিইউ বিভাগে কর্মরত নার্সিং কর্মকর্তা আর্জিনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন সিলেটের মানবিক নার্সিং কর্মকর্তারা।
সোমবার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনএ কার্যালয়ে অসুস্থ আর্জিনার হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে। বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষ থেকে এই টাকা তুলে দেন শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এসময় তার সাথে ছিলেন বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ।
নার্স নেতা আবদুল লতিফের সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সভাপতি ইসমত আরা পারভীন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাঠোয়ারী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, স্টুডেন্ট প্রতিনিধি আনন্দ কুমার দাস, মাইনুল হাসান, মাহাবুবা আফরিন, সাদ্দাম হোসেন, নার্গিস আক্তার, রেজিয়া সুলতানা, বিএনএ ঢাকা মেডিকেল শাখার সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, রাজিব কুমার বিশ্বাস, মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সভাপতি নাছিমুল হক ইমরান, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবু, সহ সভাপতি মো. রাসেল, অম্বিকা রায়, মইনুল ইসলাম রাজ, রাকিবুল হাসান, শেখ শাহেদ হাসান, এনামুল হাসান, মোকলেসুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ কবির পিন্টু, অঞ্জন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক ফিরোজ রেজা তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপায়ন মন্ডল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈলান চন্দ্র দাস প্রমুখ।
আর্থিক সহায়তা প্রদানকালে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, ওসমানী হাসপাতালের নার্সিং কর্মকর্তারা খুবই মানবিক। করোনাকালে একাধারে তারা যেমনি রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, তেমনি লকডাউনের সময় খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছিল। দেশের কোথাও কোন নার্সের সমস্যার কথা শুনলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির আহ্বানে সাড়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা আর্জিনা খাতুনের পাশে দাঁড়িয়েছে তারা। এছাড়াও অসুস্থ ও করোনায় মারা যাওয়া অনেক নার্সিং কর্মকর্তা ও তাদের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়ে ওসমানী হাসপাতালের নার্সরা মানবতার অনন্য নজির স্থাপন করেছে। তাদের এই মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।