স্টাফ রিপোর্টার – মো: ইমামুল হাসান আরিফ।
ভ্যাকসিনে কোনো হারাম উপাদান নেই বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এই অভিযোগ ওঠে।
বলা হচ্ছিলো, অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনে শুকরের অগ্নাশয় থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে।
দেশটির আলেম কাউন্সিল থেকে এই অভিযোগ তোলা হয়।
তবে রোববার এর বিরোধীতা করে বিবৃতি দিয়েছে ব্রিটিশ কোম্পানিটি। শুক্রবার এই অভিযোগ তুললেও ইন্দোনেশিয়ায় জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
রোববার এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়, এতে শুকরের কোনো উপাদান ব্যবহার করা হয়নি। মুসলিমদের জন্য এই ভ্যাকসিন শতভাগ হালাল।
এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইন্দোনেশিয়ার আলেম কাউন্সিল এবং দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা।