বড় পরিসরেই চলছে ফাইজারের টিকা পরীক্ষা প্রস্তুতি
স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০
তৃতীয় ধাপে টিকা ট্রায়াল আরও বড় পরিসরে করার প্রস্তাব দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক।
গত ১২ সেপ্টেম্বর (শনিবার) মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের(এফডিএ) কাছে জমা দেওয়া প্রস্তাবে ৪৪ হাজার স্বেচ্ছাসেবীর উপর টিকা প্রয়োগের কথা বলা হয়েছে।
এর আগে তারা টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য চূড়ান্ত ধাপের পরীক্ষাটি ৩০ হাজার মানুষের ওপর করতে চেয়েছিল।
ফাইজার ও বায়োএনটেকের যৌথভাবে কাজ করা টিকাটি নিয়ে এক বিবৃতিতে বলা হয়, তারা তাদের টিকা পরীক্ষার সকল প্রস্তুতি পরিকল্পনা মাফিক চলছে।আগামী সপ্তাহের মধ্যেই তাদের ৩০ হাজার স্বেচ্ছাসেবী টিকা পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবারে তারা আগের লক্ষ্যের চেয়ে আরও ১৪ হাজার মানুষের ওপর টিকা পরীক্ষা করবে।
প্রতিষ্ঠান দুটির বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের এই টিকা পরীক্ষার প্রস্তাবের ফলে আরও বেশি মানুষের উপর পরীক্ষা চালানো যাবে।এতে ১৬ বছর বয়সের কম কিশোর-কিশোরী, বিভিন্ন ধরনের রোগীদের ওপর টিকা প্রয়োগে বাড়তি নিরাপত্তা ও কার্যকারিতার তথ্য পাওয়া যাবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সবসময়ই টিকা পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের মানুষের অন্তর্ভুক্তি করার উপর জোড় দিয়েছেন।এর মধ্যে বয়স্ক, বিভিন্ন বর্ণ ও বিভিন্ন শারীরিক সমস্যাযুক্ত মানুষের ওপর প্রয়োগের বিষয়টি রয়েছে। এতে সব ধরনের মানুষের ওপর টিকার কার্যকারিতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা এ মাসের শুরুতেই বলেছিলেন, অক্টোবরের শেষের দিকেই তাদের প্রতিষ্ঠান টিকা পরীক্ষার চূড়ান্ত ফলাফল পেয়ে যেতে পারে।
গতকাল শনিবার তারা জানায় অক্টোবরে শেষেই তাদের টিকার কার্যকারিতা সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে।তবে টিকাটি কতটুকু নিরাপদ এবং কোনো প্বার্শ প্রতিক্রিয়া আছে কিনা তা জানতে কিছুটা বিলম্ব হতে পারে।