ছাত্র জনতার অভ্যুত্থান এর পর সকল সেক্টরেই লেগেছে প্রতিবাদ ছোয়া।
এরই অংশ হিসেবে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজের ব্যানারে আজ ১৪ আগস্ট বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ নার্স ও শিক্ষার্থীগণ।
সকাল ১০ টায় বিএনএমসি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন হয়।
মানববন্ধন এ নার্সরা জানান বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে মানুষ স্বাস্থ্যসেবা নিতে এসে ভুয়া অনিবন্ধিত মানুষের কাছে নার্সিং সেবা নিয়ে প্রতারিত হচ্ছেন।তাদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের থেকে টাকা নিলেও দিচ্ছেভন না মানসম্মত সেবা এবং মাঝে মাঝে এসব ভুয়া ব্যাক্তিদের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হয়।হাসপাতাল মালিকগণ স্বল্প বেতনে ভুয়া, অনিবন্ধিত ব্যক্তিদের কম বেতনে নার্স হিসেবে নিয়োগ দিয়ে থাকে ফলে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক পাশ কৃত বিএসসি, ডিপ্লোমা ইন নার্সিং পাশ নার্সগণ ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পাশ মিডওয়াইফগণ হাসপাতাল গুলোতে পাচ্ছেন না যথাযথ বেতন কিংবা সম্মান।
এ সময় সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ ব্যানারে অংশগ্রহণকারী নার্সগণ জানান বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ২১ ধারায় নার্স কারা এ বিষয় এ সুস্পষ্ট উল্লেখ থাকলেও বেসরকারি প্রতিষ্ঠান এ নার্স নিয়োগ এ মানা হচ্ছে না কোনো নিয়ম। আইন করাত ৮ বছর পার হলেও আজ পর্যন্ত এই আইন এর কোনো প্রয়োগ হয় নাই বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধন শেষে বিএনএমসি রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিতে যান, তবে এসময় নিজ অফিসে রেজিস্ট্রার মহোদয় উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
ভুয়া নার্স অপসারণ সহ ৮দফা দাবি জানিয়ে তা ৪৮ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করার আল্টিমেটাম দিয়ে বিএনএমসি ছাড়েন তারা।