👤 মোছাঃ মর্জিনা বেগম, বিডিনার্সিং২৪.কম
📅 ০৬ এপ্রিল, ২০২১ (২৩ চৈত্র, ১৪২৭)
🔴 ঢাকা
০৭ এপ্রিল বুধবার হতে গণপরিবহণ চলবে
সিটি কর্পোরেশন এলাকায় ০৭ এপ্রিল হতে সকাল ৬.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ পর্যন্ত গণপরিবহণ চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিএ) (আদেশটি দেখতে এখানে ক্লিক করুন)। এর আগে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজ তার সরকারী বাসভবন হতে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
উক্ত আদেশে উল্লেখ করা হয় করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে সরকারী বেসরকারী চাকুরীজীবি ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সকাল ৬ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত সরকারের অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে গাড়ি চলাচল করবে, তবে দূরপাল্লার গাড়ী চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ০৫ এপ্রিল সকাল ০৬ ঘটিকা হতে ১১ তারিখ রাত ১২ ঘটিকা পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় সরকার সারাদেশে একযোগে লকডাউন ঘোষণা করেন।