সিনিয়র রিপোর্টার:রাবিয়া আক্তার মীম।
ফুলপুর,ময়মনসিংহ।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ)-এর পক্ষ থেকে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে সম্মাননাস্মারক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) ঢাকা নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্হিত ছিলেন বিবিজিএসএনএ’র সভাপতি ইমরানুল হক হিমেল, সহসভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক সানজিদা উর্মি, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, নরসিংদী নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিবিজিএসএনএ’র যুগ্ম সম্পাদক শাকিল মাহমুদ, সাংগঠিক সম্পাদক মো. নাসিম, সিলেট নার্সিং কলেজের সভাপতি আতিক হাসান, রাজশাহী নার্সিং কলেজের সভাপতি আরিফুজ্জামান আরিফ, রংপুর নার্সিং কলেজের সভাপতি মারুফ হাসান প্রান্ত ও রাজশাহী নার্সিং কলেজের সাধারণ সম্পাদক কুদরত-ই এলাহী প্রমুখ।