বিডি নার্সিং২৪ রিপোর্ট: নবনিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সেবা তত্বাবধায়ক সন্ধা রানী সমাদ্দারকে ফুলেল শুভেচ্ছা ওসংবর্ধনা দিয়েছে হাসপাতালের নার্সরা। আজ দুপুর ১২ টায় হাসপাতালের সর্বস্তরের নার্সরা তাকে এই শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আশরাফুন্নাহার, সুজন আহমেদ, সুজন দাশ, আরিফ হোসেন, বশির আহমেদ, মাহবুব আলম, ফরহাদ হোসেন, আইসিইউ ইনচার্জ সেলিনা আক্তার প্রমূখ।
সন্ধা রানী সমাদ্দার পূর্বে বিএসএমএমইউ তে উপ–সেবা তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৪ সালে ডিপ্লোমাইন নার্সিং সম্পন্ন করেন। ২০১৮ সালে বারডেম নার্সিং কলেজ থেকে বিএসসি এবং পরে এমপিএইচ সম্পন্ন করেন।